এই ওয়েবসাইট www.dunemart.online পরিচালিত হচ্ছে Dune Mart কর্তৃক। ওয়েবসাইট ব্যবহার, ব্রাউজ বা অর্ডার করার মাধ্যমে গ্রাহক এই শর্তাবলীতে সম্পূর্ণভাবে সম্মতি প্রদান করছেন।
১. ওয়েবসাইট ব্যবহারের যোগ্যতা
-
গ্রাহকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে অথবা অভিভাবকের সম্মতিতে ব্যবহার করতে হবে
-
প্রদত্ত তথ্য সঠিক, হালনাগাদ ও সম্পূর্ণ হতে হবে
-
ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রদান আইনগতভাবে দণ্ডনীয় হতে পারে
২. পণ্যের তথ্য ও দায়বদ্ধতা
-
পণ্যের ছবি ও বিবরণ যথাসম্ভব সঠিকভাবে প্রদর্শন করা হয়
-
আলোকচিত্র, ডিসপ্লে বা ডিভাইস সেটিংসের কারণে বাস্তব পণ্যের রঙ বা ডিজাইনে সামান্য পার্থক্য থাকতে পারে
-
এই ধরনের পার্থক্য কোনো রিটার্ন বা রিফান্ডের যোগ্যতা সৃষ্টি করে না
৩. মূল্য ও পেমেন্ট
-
সকল মূল্য বাংলাদেশি টাকা (BDT) তে নির্ধারিত
-
মূল্য ও অফার পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তিত হতে পারে
-
যেকোনো টেকনিক্যাল বা মানবিক ভুলের ক্ষেত্রে Dune Mart মূল্য সংশোধন বা অর্ডার বাতিলের অধিকার সংরক্ষণ করে
৪. অর্ডার কনফার্মেশন
-
অর্ডার কনফার্মেশন মানেই ডেলিভারি গ্যারান্টি নয়
-
স্টক, ভেরিফিকেশন বা অন্যান্য কারণে অর্ডার বাতিল হতে পারে
৫. আইনগত সীমাবদ্ধতা
-
প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, ধর্মঘট, সরকারি সিদ্ধান্ত, ইন্টারনেট বিভ্রাট বা ডেলিভারি পার্টনার সমস্যার জন্য Dune Mart দায়ী থাকবে না
৬. সম্পত্তি
এই ওয়েবসাইটের সকল কনটেন্ট (লেখা, ছবি, লোগো, ডিজাইন) Dune Mart-এর সম্পত্তি। অনুমতি ছাড়া ব্যবহার আইনগত অপরাধ।
